ইংরেজীর দূর্বলতা ও দূরীকরণ।
পার্ট -০১

বর্তমান সময়ে আমরা সবাই গ্লোবাল সিটিজেন বা নাগরিক। এখন এমন এক অবস্থা ইচ্ছা না থাকা ও সত্ত্বেও আমাদেরকে ইংরেজী শিখতে হবে।

** চলুন জেনে নেই কেন শিখতে হবে >>

১। বিশ্বকে জানতে। এখন জানার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ইন্টারনেট। ইন্টারনের ভাষা ইংলিশ।

২। নিজের দেশের লেখকদের পাশাপাশি আমাদেরকে বিশ্বের অন্যান্য লেখকদের বই পড়তে হয় । আর সব দেশের লেখকদের বই তো আর তাদের নিজ নিজ ভাষায় আপনি পড়তে পারবেন না। আপনাকে বড় বড় লেখকদের বই ইংরেজিতে অনুবাদ করে দেয়া হয়েছে।

>> এখন অনেকেই বিশ্বকে জানতে চান না। এমনকি বই ও পড়তে চান না। তাহলে কি আপনাকেও শিখতে হবে ?

মন্তব্য : আপনি বুঝলেন না আপনি কী হারালেন। আপনি বুঝলেনই না জীবন কি।

৪। হ্যা ,আপনি যদি উচ্চতর ডিগ্রি নিতে চান তবে আপনাকে অবশ্যই ইংরেজী শিখতে হবে কারণ উচ্চতর ক্লাসের সব বই ইংরেজীতে লিখা।

৫। আপনি যদি ব্যবসা করতে চান তাও ইংরেজীর দরকার। সেটা কেমন করে ? আপনি তো অনেক বড় ব্যাবসায়ী হবেন তার জন্য আপনাকে দেশের বাইরের মানুষের সাথে কথা বলতে হবে। বাংলায় কথা বলবেন ? বলতে পারেন তবে তারা বুঝবে না।আপনার ব্যবসা নষ্ট হতে লাগলো শুধু মাত্র ইংরেজীর কারণে।

>> না না ,আমি উচ্চতর ডিগ্রি নিতে চাই না,এমনকি ব্যাবসায়ী ও হতে চাই না।

মন্তব্য : আপনার জন্য সমবেদনা রইলো।

৬। অনেকেই তো শো অফ করার জন্য ,মেয়ে পটানোর জন্য ইংরেজি শিখে। আপনি শিখতে চান না ? হ্যা শিখতে চাই।

মন্তব্য : Sign of a LOOSER !

Let’s watch what Hizbur Rahman Jibon uploaded on YouTube about English. 

ইংরেজীর দূর্বলতা ও দূরীকরণ – পার্ট -০২

চলুন পার্ট ২ এ জেনে নেই কিভাবে শিখবো ?

১। ইংরেজী নিউজ দেখেন যারা এখনো ইন্টারনেটের আওতায় আসেন নি পুরোপুরি। **

২। যারা ইন্টারনেটের সুবিধা ভোগ করছেন তারা ইংরেজী আর্টিকেল,নিউসপেপার,অনলাইন বুক,পিডিএফ পড়তে পারেন । পড়ার সময় একরকম সন্দেহ সন্দেহ ভাব নিয়ে পড়তে হবে। সন্দেহটা কী ? এই যেমন এই আর্টিকেলের নতুন নতুন শব্দ কোনগুলো। আরো ভালো হয় যদি আপনি শব্দগুলোর synonym,antonym and pronunciation ইন্টারনেট থেকে বের করে পড়েন। ********

৩। বন্ধুবান্ধবের সাথে অনর্গল কথা বলতে থাকুন। মানুষের হাসাহাসিতে কান দিবেন না। ভূল তো হবেই। *******

৪। প্রচুর লিখবেন। লিখলে শব্দ জব্দ হয়ে যায়। ****

৫। ইউটুবের টিউটোরিয়াল ভিডিওগুলো দেখতে পারেন রুটিন মাফিক। একদিন দেখলেন আর নেক্সট ভিডিও দেখলেন ১৫ দিন পর তা হবে না।

৬। সাবটাইটেল মুভি দেখতে পারেন। ভালো হয় যদি সাবটাইটেল ছাড়া দেখেন। *****

৭। টেক্সট করার সময় ভাঙা ভাঙা ইংলিশ শব্দ ব্যবহার পরিহার করুন। শব্দের বিকৃতি শব্দের সর্বনাশের সাথে সাথে আমরা আমাদের স্পেলিং স্কিল ও ধ্বংস করে দেই। ভালো হয় যদি সম্পূর্ণ বাক্য ইংলিশ এ লিখেন। ***

৮। ছোট ক্লাসের ছেলে মেয়েদেরকে পড়াতে পারেন। এটা অনেকটা ম্যাজিকের মত কাজ করে। **

নোট : এ মাত্র কয়েকটা। হাজারো পথ আছে। আপনি যেকোনো দুই একটা পথ বেছে নিয়ে খুব সহজে ইংলিশ
শিখতে পারেন।